জাবিতে সরকার ও রাজনীতি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শুরু
‘যৌক্তিকতায় উৎকর্ষিত হোক তরুণ প্রাণ’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের আয়োজনে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ২য় জাতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিতর্ক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অনুষ্ঠানের সার্বিক দিক তুলে ধরেন সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের সভাপতি আব্দুল কাদের মার্জুক। বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪.কম। অনুষ্ঠানের সার্বিক সহোযোগিতায় থাকছে সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার থেকে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ১৫ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত। এই বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩২টি টিম অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার আজ প্রথমদিন ছিল প্রেস ব্রিফিং, টিম ম্যাচ আপ। দ্বিতীয় দিন থাকছে ১ম ও ২য় রাউন্ড বিতর্ক প্রতিযোগিতা। তৃতীয় দিন কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতা। চতুর্থ দিন সকাল ৯ টায় আনন্দ র্যালি, দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘উচ্চ শিক্ষা ও ভিশন ইউএসএ’ এর সেমিনার, বিকাল ৫ টায় ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ’ এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এছাড়াও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম ও সরকার রাজনীতি বিভাগের সভাপতি বশির আহমেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক শাইখ সিরাজ মোহাম্মদ আসকার, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, কার্যকরী সদস্য মৌমিতা আলম প্রমুখ।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া সংগঠনটি ক্যম্পাসে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক বিষয়ক কর্মশালা, আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে বরণ করে থাকে।
হাফিজুর রহমান/জেএইচ/পিআর