মোহাম্মদ আলীর বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

সদ্য অব্যাহতিপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। গুরুতর ‘পেশাগত অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। আজ রোববার চিঠিটি পাঠানো হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন আরিফ টিপু নিজে।  

তিনি বলেন, আমার কিছুই বলার নেই। আমি বলবো না ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছি। তবে একটি তথ্য পাঠিয়েছি আইন মন্ত্রণালয়ে। যা শোনার শুনেছেন। আপনি যা লিখতে পারেন তা লিখে দেন।

আইনমন্ত্রী, আইন সচিব ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে গুরুতর ‘পেশাগত অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগ আনা হলেও কীভাবে তা ঘটেছে তার ব্যাখ্যা দেননি চিফ প্রসিকিউটর।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের সব মামলা থেকে প্রত্যাহার করে একটি আদেশ জারি করেন চিফ প্রসিকিউটর। আদেশে বলা হয়, ‘জনস্বার্থে’ তাকে সব মামলা থেকে প্রত্যাহার করা হলো। প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, এক আসামির জামিনের পক্ষে কাজ করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তবে এ বিষয়ে কেউ সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে গুঞ্জন রয়েছে, এক আসামিকে জামিন পাইয়ে দিতে তার কাছ থেকে অর্থ নিয়েছেন মোহাম্মদ আলী।

এফএইচ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।