সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৩ নভেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্র ইস্যুতে সুর পাল্টালেন ইমরান খান, চান ভালো সম্পর্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান যুক্তরাষ্ট্র ইস্যুতে সুর পাল্টিয়েছেন। ভবিষতে সহযোগিতারভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে উল্লেখ করেছেন সাবেক এই ক্রিকেটার।

ইস্তাম্বুলে বিস্ফোরণ: নিহত ৪

তুরস্কের ইস্তাম্বুলে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন। সেখানের ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।

প্যারিস বিমানবন্দরে ১৮ বছর বাস করা ইরানির মৃত্যু

প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দরে ১৮ বছর ধরে বাস করা এক ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে। তার লেখা গল্প দিয়েই ‘দ্য টার্মিনাল’ নামের সিনেমা বানিয়েছিলেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। প্যারিসের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, মারা যাওয়া ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম মেহরান করিমি নাসেরি। বিমানবন্দরের টার্মিনাল-২এফ এ হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। অসুস্থ হওয়ার পর পুলিশ ও মেডিকেল টিম তার চিকিংসার ব্যবস্থা করেছিলেন। যদিও তাকে আর বাঁচানো যায়নি।

দুর্নীতি-ব্যয় বৃদ্ধির কারণে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে আলবেনীয়রা। রাজধানী তিরানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

জাপানের সার্বভৌমত্বে আঘাত হানছে চীন: কিশিদা

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, চীন ধারাবাহিকভাবে এমন সব পদক্ষেপ নিয়ে যাচ্ছে, যা জাপানের সার্বভৌমত্বে আঘাত হানছে ও দক্ষিণ চীন সাগরে উত্তেজনাকে ঘনীভূত করছে। রোববার (১৩ নভেম্বর) কম্বোডিয়ায় রাজধানী নমপেনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

৮০০ করোনারোগী নিয়ে অস্ট্রেলিয়ায় ভিড়লো প্রমোদতরী, সতর্কতা জারি

অন্তত ৮০০ করোনারোগী নিয়ে দ্য ম্যাজেস্টিক প্রিন্সেস নামের একটি প্রমোদতরী অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে নোঙর করেছে। ১২ দিনের যাত্রার মাঝামাঝি সময়ে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় কার্নিভাল অস্ট্রেলিয়া কোম্পানির তত্ত্বাবধানে থাকা জাহাজটি সিডনিতে নোঙর করতে বাধ্য হয়।

মন্দার ঝুঁকি সত্ত্বেও ফুলেফেঁপে উঠছে জর্জিয়ার অর্থনীতি

কারও সর্বনাশ তো কারও পৌষ মাস। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ডামাডোলে গোটা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। আরেকটি মন্দার মুখোমুখি হচ্ছে বিশ্ব, এমন সতর্কবার্তা যখন শোনা যায়, তখন পূর্ব ইউরোপের ছোট্ট দেশ জর্জিয়া শোনাচ্ছে ভিন্ন গল্প। যুদ্ধ যখন ইউরোপকে শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে রেখেছে তখন, রাশিয়ার প্রতিবেশী দেশটিতে অপ্রত্যাশিতভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে।

নেভাদায় জয়ী হয়ে সিনেট নিয়ন্ত্রণে রাখলো ডেমোক্র্যাটরা

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ অবশেষে জো বাইডেনের দল ডেমোক্র্যাটদের হাতেই রইলো। নেভাদায় মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কোর্তেজ ম্যাস্তো জয়ী হওয়ায় আবারও ক্ষমতাসীদের দখলে সিনেট। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় ডেমোক্র্যাট প্রার্থীদের।

তোপের মুখে পেছনের দরজা দিয়ে পালালেন পর্তুগালের অর্থমন্ত্রী

কপ২৭ সম্মেলনের মাঝে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিক্ষোভ চলছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালে। শনিবার (১২ নভেম্বর) দেশটির রাজধানী লিসবনে রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। এসময় আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে ভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান অর্থমন্ত্রী অ্যান্তেনিও কোস্তা ই সিলভা।

মাঝ আকাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে এয়ার শো চলাকালীন দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১২ নভেম্বর) টেক্সাসের ডালাস শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুটি বিমানের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, টেক্সাসের ডালাস বিমানবন্দরে একটি এয়ার শোর আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি হলো বেল পি-৬৩ কিংকোবরা।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।