আগারগাঁও পাসপোর্ট অফিসের ১০ দালালকে জেল-জরিমানা


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর মুশফিকুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সির নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. কিবরিয়া সাজু (৫৯), আবদুল করিম (২১), মো. মাইন উদ্দিন (২৭), আওলাদ (৫০), রুবেল হোসেন (২৫), নুর হোসেন (৩০), মানিক (৪০), খোকন (৩২), আলম (৪৪) ও ওয়াহিদ হোসেন (৩৬)। এদের মধ্যে আওলাদ ও রুবেলকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকিদের মধ্যে নুর, মানিক, খোকন, আলম ও ওয়াহিদকে ১৫ দিনের এবং সাজুও করিম ও মাইন উদ্দিনকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর মুশফিকুল হক জানান, একটি সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পাশ্ববর্তী সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পুরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতির কাজ সহজে করে দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল।

ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে ২-৬ হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি। তদের প্রলোভনে হয়রানি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হয়। পাসপোর্ট অধিফতর কর্তৃক গণ-উপদ্রব বন্ধ করার জন্য দালালদের প্রতি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও জারি করা হয়। কিন্তু এরপরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব-২ অভিযান চালায়।

জেইউ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।