মধুমতিতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের মধুমতি নদীতে মো. রনি বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার উরফি ইউনিয়নের গোপালপুর এলাকায় নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
নিহত রনি বিশ্বাস খুলনার তেরখাদা উপজেলার নরিয়ারচর গ্রামের শহিদুল্লাহ বিশ্বাসের ছেলে এবং স্থানীয় একটি কলেছে দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতো।
জানা গেছে, রোববার দুপুর ৩টার দিকে কয়েকজন বন্ধুসহ রনি প্রতিপক্ষের হামলায় আহত তার ভগ্নীপতি এমরান শেখকে দেখতে নদী পার হয়ে গোপালপুর গ্রামে আসে। এ সময় প্রতিপক্ষ খোকা শেখের লোকজন তাদের উপর হামলা চালায়। প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করতে থাকলে এক পর্যায়ে তারা বাঁচার জন্য নদীতে ঝাপ দেয়। অপর বন্ধুরা সাঁতরে তীরে উঠতে পারলেও রনি নিখোঁজ থাকে। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ২ দিন চেষ্টা চালিয়ে মঙ্গলবার সকালে রনির মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়।
গোপালগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রতন বৈরাগী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাদতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি।
হুমায়ূন কবীর/এফএ/এসএস/পিআর