ঝালকাঠিতে আবাসিক ভবন ও দোকানে অগ্নিকাণ্ড
ঝালকাঠি শহরের পোস্ট অফিস রোডের রেফ্রিজারেশন মেরামতের একটি দোকানে এবং তরকারি পট্টি রোডের একটি আবাসিক ভবনে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এদিকে পৌর আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী লিয়াকত আলী তালুকদার সকাল ৯ টায় ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নির্বাচনী সমর্থকরা উপস্থিত ছিলেন। তিনি ক্ষতিগ্রস্তকে সহায়তা করার আশ্বাস দেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ. আজিজ ব্যাপারী বলেন, পোস্ট অফিসের সামনে ইব্রাহিম হাওলাদারের রেফ্রিজারেশন মেরামতের দোকানে বুধবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অপরদিকে তরকারি পট্টি রোডে এখলাস উদ্দিন মাস্টারের ছেলে শাহ আলমের আবাসিক ভবনে টেলিভিশনের সুইচ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে বাড়ির লোকজনই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন বলে তিনি জানান।
আতিকুর রহমান/এফএ/এসএস/পিআর