খুলনায় বিহারী কলোনিতে অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর ভস্মীভূত
খুলনার খালিশপুর ১ নং বিহারী কলোনিতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
নগরীর খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাইস কুকার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে টুটপাড়া ও বয়রা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাদের এক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে পুড়ে যায় অর্ধশত বসত ঘর। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান।
আলমগীর হান্নান/এসএস/এমএস