বোয়ালখালীতে সেতুর গার্ডার ভেঙে শ্রমিক নিখোঁজ
বোয়ালখালীতে সেতু ভাঙার সময় গার্ডার ভেঙে পানিতে পড়ে মো. হাসেম (২৮) নামের এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছে। গতকাল রোববার বিকেলে বোয়ালখালী ও পটিয়ার মধ্যবর্তীস্থানে মিলিটারি পোল (সেতু) ভাঙ্গার সময় গার্ডারের নীচে পড়েন তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠান নিখোঁজ শ্রমিকের উদ্ধার কাজে গড়িমসি করছে বলে অভিযোগও করেছেন সহকর্মী শ্রমিকরা।
চট্টগ্রাম মহানগর পুরাতন ভবন ভাঙা ও লোহা কাটা শ্রমিক লীগের সভাপতি সৈয়দ মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দুপুর পৌনে একটায় দুর্ঘটনাস্থল থেকে জানান, নাসির এন্টারপ্রাইজের অধীনে সংগঠনের বায়েজিদ শাখার সদস্য মো. হাসেম (২৮) মিলিটারি পোল ভাঙার কাজ করছিলেন। রোববার ব্রিজ ভাঙার একপর্যায়ে গার্ডার ধসে পড়লে হাসেম, শরিফুল ইসলামসহ কয়েকজন শ্রমিক পানিতে পড়ে যান। এর মধ্যে বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হাসেমের খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিষয়টি থানাকে অবহিত করার পরেও এখনো উদ্ধার কাজ শুরু হয়নি বলে অভিযোগ করেন মো. ফারুক।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন চৌধুরী জানান, পুরোনো মিলিটারি পোল ভেঙে নতুন সেতু তৈরির কাজ শুরু হয়েছে। রোববার বিকেলে পুরোনো সেতুর গার্ডার ভেঙে ফেলার সময় একজন শ্রমিক পানিতে পড়ে গেছে বলে দাবি শ্রমিকদের। খালে পানির স্রোত বেশি এবং খাল থেকে গার্ডার তোলার জন্য শক্তিশালী ক্রেন দরকার। গার্ডার সরানোর পরই বিষয়টি জানা যাবে।
নিখোঁজ হাসেম নওগাঁর চকনদীকূল গ্রামের আবদুল গফুরের ছেলে।
জীবন মুছা/আরএস/এমএস