ছাত্রীকে যৌন হয়রানির দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত
গাইবান্ধায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদার ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নাল হক। এ নিয়ে গত শনিবার ওই শিক্ষার্থীর সহপাঠী ও এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসুদুর রহমান মোল্লা, উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্যাহেস শাফি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বন্ধের দিন হওয়ায় ওই দিন বিভাগীয় কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। এরপর গতকাল রোববার ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা শাফি তার কাছে ওই ঘটনার প্রমাণপত্র দাখিল করলে তিনি শাস্তির সুপারিশসহ প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কাছে পাঠান। সোমবার সকালে রংপুর বিভাগীয় উপ-পরিচালক ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় মামলা দায়েরের আদেশ দেন।
অমিত দাশ/এসএস/আরআইপি