পঞ্চগড়ে ইউপি সচিবদের কর্মবিরতি চলছে
পদবি পরিবর্তনসহ তিন দফা দাবি আদায়ে পঞ্চগড়ের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবরা কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে রোববার তারা নিজ নিজ ইউপি কার্যালয়ের সামনে অভিন্ন কর্মসূচি পালন করে। জেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের সচিবদের কর্মবিরতির ফলে নানা ভোগান্তিতে পড়েন জনসাধারণ। জন্ম নিবন্ধন প্রত্যয়নসহ নানা প্রয়োজনীয় সনদ না পেয়ে ফিরে গেছেন অনেকে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. সামছুল হক জানায়, ইউনিয়ন পরিষদের সচিবদের পদবি পরিবর্তন পূর্বক দশম গ্রেড স্কেলে কর্মকর্তার মর্যাদা প্রদান, শতভাগ বেতন ভাতাসহ সকল সুবিধাদি সরকারি কোষাগার থেকে প্রদান এবং আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পারিবারিক পেনশন প্রদানের দাবিতে এই অবস্থান ও কর্মবিরতি কর্মকসূচি পালন করা হচ্ছে।
সফিকুল আলম/এসএস/আরআইপি