নরসিংদীতে সোহেল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
নরসিংদীর শিবপুরে স্কুল ছাত্র সোহেল হত্যা মামলায় আদলত ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ডসহ অনাদায়ে আরো ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন আদালতে এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শিবপুরের মানিকদী গ্রামের আ. জব্বারের ছেলে খোরশেদ আলম, একই এলাকার কফিল উদ্দিনের ছেলে সবুজ মিয়া, তাহের আলীর ছেলে নাছির উদ্দিন, মৃত সামসুদ্দিনের ছেলে হাফিজউদ্দিন ওরফে হাইব্বা, আবুল কাশেম খানের ছেলে আদেল খান, মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে মিজানুর রহমান। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে খোরশেদ আলম, সবুজ মিয়া, হাফিজউদ্দিন ওরফে হাইব্বা পলাতক আছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ৬ জুলাই নরসিংদী জেলার শিবপুর উপজেলার মানিকদী গ্রামের আ. হাই ভূঁইয়ার ছেলে শহিদুল ইসলাম সোহেল স্কুলে যাবার পথে নিখোঁজ হয়। পরে ১০ জুলাই শিবপুরের চন্ডিবর্দি গ্রামে ফজলুল হক ফরাজী’র জমির উপর একটি বালুর স্তুপ থেকে শহিদুল ইসলাম সোহেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের এ ঘটনায় নিহত স্কুল ছাত্র সোহেলের পিতা আব্দুল হাই বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। বাদী ও আসামি পক্ষের শুনানী শেষে দীর্ঘ ১৮ বছর পর সোমবার দুপুরে অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সঞ্জিত সাহা/এফএ/আরআইপি