তেলের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ফিলিং স্টেশনের মবিল কারখানার ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর মালিকসহ কারখানার শ্রমিকেরা পলাতক রয়েছেন। সোমবার দুপুরে উপজেলার দনপুর-আড়াইহাজার সড়কের নয়াপুর হাতুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল সাড়ে ৪টায় তেলের ট্যাংক থেকে মরদেহ দুইটি উদ্ধার করে।
নিহত শ্রমিকরা হলেন, মাসুম মিয়া (৩৫) ও প্রহরী মোহাম্মদ হান্নান (৪০)।
সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জাগো নিউজকে জানান, চাঁন অ্যান্ড সূর্য নামের এক ফিলিং স্টেশনের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স ময়না ট্রেডিংয়ে পোড়া মবিল সংগ্রহ করাছিল শ্রমিকেরা। এক পর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে ওই কারখানার একটি ট্যাংকে পড়ে যায় শ্রমিক মাসুম। পরে শ্রমিকেরা টের পেয়ে প্রহরি হান্নানকে ডেকে আনা হয়। পরে হান্নান ওই ট্যাংকে নামলে সেও নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই মালিকপক্ষের লোকজন পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি