মণিরামপুরের ১৭ ইউনিয়নে লড়াইয়ে ৭৮ চেয়ারম্যান প্রার্থী


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

প্রথম ধাপের নির্বাচনে যশোরের মণিরামপুর উপজেলার ১৭ ইউনিয়নে ৭৮ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ১৭ জন, বিএনপির ১৭ জন, জাতীয় পার্টির ১ জন ও ৪৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ১০ জন জামায়াতের, আওয়ামী লীগের বিদ্রোহী ৯ জন ও বিএনপি বিদ্রোহী ৬ জন রয়েছেন।
 
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পার্টি থেকে যারা মনোনয়ন পেয়েছেন। তারা হলেন, রোহিতা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের আনছার আলী সরদার। বিএনপি থেকে মিজানুর রহমান। কাশিমনগর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন স্বপন কুমার দাস। বিএনপি থেকে পেয়েছেন জি,এম আহাদ আলী। ভোজগাতী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রাজ্জাক। বিএনপির প্রার্থী কওছার আলী। হরিদাসকাটি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিপদ ভঞ্জন পাঁড়ে। বিএনপি থেকে পেয়েছেন নবীরুজ্জামান আজাদ।

একই ভাবে মণিরামপুর ইউনিয়নে এয়াকুব আলী সরদার (আওয়ামী লীগ), নিস্তার ফারুক (বিএনপি)। খেদাপাড়া ইউনিয়নে আব্দুল আলিম জিন্না (আওয়ামী লীগ), শামছুজ্জামান শান্ত  (বিএনপি)। হরিহরনগর ইউনিয়নে জহরুল ইসলাম (আওয়ামী লীগ)। এই ইউনিয়নে বিএনপি মনোনীত কোনো প্রার্থী নেই। ঝাঁপা ইউনিয়নে শামছুল হক মন্টু (আওয়ামী লীগ), আলাউদ্দিন (বিএনপি)। মশ্মিমনগর ইউনিয়নে আবুল হোসেন (আওয়ামী লীগ), অ্যাড. আব্দুল গফুর (বিএনপি)। চালুয়াহাটি ইউনিয়নে আবুল ইসলাম (আওয়ামী লীগ), বজলুর রহমান (বিএনপি)। শ্যামকুড় ইউনিয়নে মনিরুজ্জামান মনি (আওয়ামী লীগ), এসএম মশিউর রহমান (বিএনপি)। খানপুর ইউনিয়নে গাজী মোহম্মাদ (আওয়ামী লীগ), অ্যাড. মুজিবুর রহমান (বিএনপি)। দূর্বাডাঙ্গা ইউনিয়নে সরদার বাহাদুর আলী (আওয়ামী লীগ), আলতাফ হোসেন (বিএনপি)। কুলটিয়া ইউনিয়নে শেখর চন্দ্র রায় (আওয়ামী লীগ), লহ্মণ চন্দ্র ধর (বিএনপি)। নেহালপুর ইউনিয়নে এসএম ফারুখ হুসাইন (আওয়ামী লীগ), নাজমুস সাদাত (বিএনপি) ও অ্যাড. কামরুজ্জামান (জাপা)। মনোহরপুর ইউনিয়নে মশিউর রহমান (আওয়ামী লীগ),
আক্তার ফারুক মিন্টু (বিএনপি)।

এছাড়া এসব ইউনিয়নে যারা আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপির বিদ্রোহী, জামায়াত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তারা হলেন, রোহিতা ইউনিয়নে হাফিজ উদ্দিন (আওয়ামী বিদ্রোহী), মাওলানা দেলোয়ার হুসাইন (জামায়াত), আক্তারুজ্জামান (স্বতন্ত্র) ও মিজানুল হাসান (স্বতন্ত্র)। কাশিমনগর ইউনিয়নে তৌহিদুর রহমান (আওয়ামী বিদ্রোহী), আবুল বাশার (স্বতন্ত্র), খোরশেদ আলম (স্বতন্ত্র) ও ইশার মিজানুর রহমান (স্বতন্ত্র)। ভোজগাতি ইউনিয়নে হুমায়ুন কবির মুক্তা (জামায়াত), রিজাউল করিম (স্বতন্ত্র) ও ইশার আসাদুজ্জামান (স্বতন্ত্র)। ঢাকুরিয়া ইউনিয়নে মাওলানা দেলোয়ার হোসেন (জামায়াত সমর্থিত)। হরিদাসকাঠি ইউনিয়নে আবুল কাশেম (বিএনপি বিদ্রোহী), স্বদেশ সরকার (আওয়ামী বিদ্রোহী), আলমগীর হোসেন লিটন (স্বতন্ত্র) ও নিতাই চন্দ্র বিশ্বাস (স্বতন্ত্র)। মণিরামপুর ইউনিয়নে মনিরুজ্জামান মিল্টন (আওয়ামী বিদ্রোহী) ও আহসান আহম্মেদ লিটন (জামায়াত সমর্থিত)। খেদাপাড়া ইউনিয়নে মুজিবুর রহমান (আওয়ামী বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান) ও  নাজমুস সাদাত (বিএনপি বিদ্রোহী)। হরিহরনগর ইউনিয়নে আব্দুর রাজ্জাক (বিএনপি), মনিরুজ্জামান মুকুল (আওয়ামী বিদ্রোহী), আবু বক্কর সিদ্দিকী (জামায়াত সমর্থিত), নজরুল ইসলাম (স্বতন্ত্র), নূর মোহম্মাদ (স্বতন্ত্র), জহুর আলী (স্বতন্ত্র), জোহর আলী (স্বতন্ত্র), আব্দুর রাজ্জাক বিশ্বাস (স্বতন্ত্র) ও তবিবুর রহমান (স্বতন্ত্র)। ঝাঁপা ইউনিয়নে সিরাজুল ইসলাম (আওয়ামী বিদ্রোহী) ও শরিফুল ইসলাম (জামায়াত সমর্থিত)। চালুয়াহাটি ইউনিয়নে আব্দুল হামিদ (আওয়ামী বিদ্রোহী), আব্দুল হাই (স্বতন্ত্র) ও ইশার আনছার আলী (স্বতন্ত্র)। শ্যামকুড় ইউনিয়নে মনিরুজ্জামান (স্বতন্ত্র) ও মেজবাউল ইসলাম পারভেজ (স্বতন্ত্র)। দূর্বাডাঙ্গা ইউনিয়নে মাওলানা আজিজুর রহমান (জামায়াত) ও নজরুল ইসলাম (বিএনপি বিদ্রোহী)। কুলটিয়া ইউনিয়নে পরিতোষ বিশ্বাস (আওয়ামী বিদ্রোহী) ও প্রভাষক নাজমুল হক লিটন (বিএনপি বিদ্রোহী)। নেহালপুর ইউনিয়নে মনিরুজ্জামান (বিএনপি বিদ্রোহী), মাওলানা আবু তালহা (জামায়াত) ও হারুন-অর-রশিদ (স্বতন্ত্র)।

মিলন রহমান/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।