খুলনায় চিকিৎসাসেবা বন্ধ
তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খুলনা জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।
বিএমএ এর আহ্বানে বৃহস্পতিবার সকাল থেকে চিকিৎসকেরা সেবা প্রদান বন্ধ রেখেছেন। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের।
জানা গেছে, রোববার রাতে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন কর্মরত অবস্থায় স্থানীয় চেয়ারম্যান প্রার্থী ও আ.লীগ নেতা ওহিদুজ্জামান এবং তার ভাইসহ কিছু বহিরাগত সন্ত্রাসীদের কাছে লাঞ্ছিত হন। এ ঘটনার প্রতিবাদে শহীদ ডা. মিলন চত্বরে বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
আলমগীর হান্নান/এফএ/আরআইপি