কাঁচামাল ব্যবসায়ীর প্রাণ কেড়ে নিলো বাস
প্রতীকী ছবি
সিলেট নগরীর মিরাবাজারে বাসচাপায় কাঁচামাল ব্যবসায়ী মাসুদ উদ্দিন (৩০) নিহত হয়েছেন। তিনি মিরাবাজার মিতালী আবাসিক এলাকার জমির উদ্দিনের ছেলে। শুক্রবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ ওই এলাকায় তরকারি ফেরি করে বিক্রি করতেন। পুলিশ ঘাতক বাস চালককে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জাফলং থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট জ ০৪-০২৩৩) নগরীর মিরাবাজারে সুফিয়া রেস্টুরেন্টের সামনে এক পথচারী যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছামির মাহমুদ/এআরএ/এমএস