পর্তুগালে তিনজনকে গুলি করে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ৩০ এপ্রিল ২০২৩
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। হামলার পর হত্যাকারী নিজেও আত্মহত্যা করেন। রোববার (৩০ এপ্রিল) দেশটির রাজধানী লিসবন থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণের শহর সেতুবালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন>> পর্তুগালে ইসলামিক সেন্টারে ছুরি হামলায় নিহত ২

সিএনএন পর্তুগালের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সেতুবালের বেইরো আজুল নামক এলাকায় গুলির ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে বন্দুকধারী আত্মহত্যা করেন।

আরও পড়ুন>> হঠাৎ বার্সেলোনার রেস্টুরেন্টে হাজির ওবামা-স্পিলবার্গ

সিএনএন পর্তুগাল আরও জানায়, হামলার পর চারটি মরদেহ পাওয়ার কথা জানিয়েছেন পিএসপি পুলিশ কমিশনার জোয়াও ফ্রেয়ার। গুলিতেই এ মৃত্যু হয়েছে বলে ধারণা তার। তবে তিনি বলেছেন, হামলার কারণ ও বিস্তারিত এখনো জানা যায়নি। পুলিশের ফৌজদারি মামলা সংস্থা পিজে ঘটনাস্থলে তদন্ত করছিল বলে জানান ফ্রেয়ার।

আরও পড়ুন>> পাঞ্জাবের কারখানায় গ্যাস লিক, ১১ জনের মৃত্যু

সূত্র: রয়টার্স

এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।