পরবর্তী মহামারির জন্য প্রস্তুত নয় বিশ্ব: ইনাকি এরেনো

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৫ মে ২০২৩
ছবি সংগৃহীত

পরবর্তী মহামারির জন্য বিশ্ব প্রস্তুত নয়। তাছাড়া সরকার ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টরা করোনাভাইরাস থেকে শিক্ষাও নেয়নি। বেসরকারি স্বাস্থ্যসেবা কোম্পানি বুপার বস ইনাকি এরেনো এ কথা বলেছেন। খবর বিবিসির।

ইনাকি এরেনো বলেন, আমরা আরও একটি মহামারির সম্মুখীন হতে পারি। তাই হাসপাতালগুলোকে আক্রান্ত ও যারা আক্রান্ত নয় তাদের আলাদাভাবে চিকিৎসা দিতে প্রস্তুত থাকতে হবে।

করোনা মহামারির সময় যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে নজিরবিহীন রোগী ভর্তি হয়। এতে চাপে পরে জাতীয় স্বাস্থ্যসেবা।

এরেনো বলেন, প্রধান প্রশ্ন হলো আমারা সবাই কি যথেষ্ট শিক্ষা নিয়েছি? আমরা কি পরবর্তী মহামারির জন্য প্রস্তুত?

এরেনো বিশ্বাস করেন, ভবিষতের মহামারিতে কীভাবে বিশৃঙ্খলা এড়ানো যায় সেবিষয়ে দেশগুলোকে সজাগ থাকতে হবে।

বুপা বিশ্বব্যাপী ২৪ মিলিয়ন গ্রাহকদের ব্যক্তিগত স্বাস্থ্যসেবা বীমা অফার করে। কোম্পানিটির ৮২ হাজার কর্মী রয়েছে এবং গত বছর এর টার্নওভার ছিল ১৪ বিলিয়ন পাউন্ড।

এটি লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালের মতো নিজস্ব ক্লিনিক ও হাসপাতাল চালায়।

স্পেনের মতো কিছু দেশে এর হাসপাতালগুলো কোভিড রোগীদের চিকিত্সার জন্য ব্যবহার করা হয়েছিল। স্প্যানিশ হাসপাতালগুলোর অর্ধেকেরও বেশি বেসরকারিভাবে পরিচালিত হয়।

ভবিষ্যতের মহামারিতে সংক্রামিত ব্যক্তিদের চিকিত্সার জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত রাখা যেতে পারে বলেও মনে করেন তিনি।

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।