স্বচ্ছ প্রক্রিয়ায় দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের আহ্বান


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৯ মার্চ ২০১৬

দুর্নীতি দমন কমিশনে (দুদক) স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বুধবার বিকেলে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক রিজওয়ান-উল-আলম স্বাক্ষরিত এক বার্তায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান।

বার্তায় বলা হয়, দুদকের বর্তমান চেয়ারম্যান ও একজন কমিশনারের মেয়াদ শেষের দিকে। নতুন ওই দুই পদে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দলীয় প্রভাবমুক্ত যোগ্য, নিরপেক্ষ এবং পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তি নিয়োগের দাবি জানাচ্ছে টিআইবি।
 
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদক সরকারের নির্বাচনী অঙ্গীকারের পাশাপাশি জাতীয় শুদ্ধাচার কৌশল ও দুর্নীতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান। তাই দুদকের নতুন চেয়ারম্যান ও একজন নতুন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ জরুরি। এক্ষেত্রে দলীয় বা অন্য কোনো প্রভাবমুক্ত হয়ে যোগ্য, নিরপেক্ষ, বিতর্কের ঊর্ধ্বে নেতৃত্ব গুণাবলীসম্পন্ন, দৃঢ়চেতা ও পেশাগত দক্ষতাসম্পন্ন ব্যক্তি নিয়োগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

‘আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিশেষ করে দুদক আইন ২০০৪-এর ৬(৩) ও ৬(৪) বর্ণিত ধারার কোনো প্রকার ব্যত্যয় না করে এবং দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে দুদকে নতুন চেয়ারম্যান ও নতুন কমিশনার নিয়োগের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকার তার নিজস্ব অঙ্গীকার পূরণে সদিচ্ছার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করবেন, আমরা এই প্রত্যাশা করি।’ যোগ করেন তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুদক আইন ২০০৪`র ৭ ধারায় কমিশনারদের নিয়োগের জন্য বাছাই কমিটির কার্য-পরিধি সুনির্দিষ্ট না। সেজন্য বিলম্ব না করে বিশেষজ্ঞদের সম্পৃক্ততা নিশ্চিত করে ও এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে ধারাটি সংশোধনের মাধ্যমে বাছাই কমিটির কার্য-পরিধি ও প্রক্রিয়া স্পষ্টকরণের আহ্বান জানাচ্ছি।  

তিনি বলেন, ‘দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে, স্বজনপ্রীতি এবং ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে দুদক তার আইনানুগ নির্ধারিত ভূমিকা পালনে সফল ও কার্যকর হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে ও দুদকের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।’

দুদকের যেমন সক্রিয় ভূমিকা অত্যাবশ্যক, তেমনি তার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করাও সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন টিআইবি’র এ নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইফতেখার।

জেইউ/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।