রমিজকে ভুল প্রমাণ করেছেন আমির
পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই গত বছর জানুয়ারিতে ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আমির। আর গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ কাটানোর পর আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আর কোন বাধা থাকেনি। গত জানুয়ারিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। এর মাঝেই আমির প্রমাণ করে চলেছেন কেন তাকে ভবিষ্যতের ওয়াসিম আকরাম বলা হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই প্রতিপক্ষকে ভড়কে দিতে পটু আমির। এশিয়া কাপেও তার ব্যত্যয় হয়নি। অথচ ক্রিকেটে ফেরা নিয়েই তার নিজের দেশ পাকিস্তানে হয়েছিল নানা সমালোচনা। যাদের মধ্যে ছিলেন রমিজ রাজাও।
এবার সেই রমিজ রাজাও হার মানলেন মোহাম্মদ আমিরের কাছে। ‘আমির আমাকে ভুল প্রমাণ করেছে। আমি কখনো ভাবিনি আমির এরকম অসাধারণভাবে ফিরে আসতে পারবে। আমি খুব আশ্চর্য হয়েছি এবং বিশ্বাস করি তার উপর যে চাপ ছিল সেটা কাঁধে বহন করেই সে মাঠে প্রমাণ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে একজন ব্যাটসম্যান বল করা এক পিচ কেক খাওয়ার মত সহজ কাজ না। গত পাঁচ বছরে ক্রিকেট অনেক পরিবর্তণ হয়েছে কিন্তু আমির সব সময়েই একজন স্মার্ট বোলার এবং সে মাঠের পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারে।’
আমিরের প্রশংসা করলেও নিজের জায়গা থেকে সরছেন না রমিজ রাজা। ‘আমার অবস্থান এখনো আগের মতই। আমি এই রকম পদ্ধতিকে কখনোই সমর্থন করিনা। এটা ক্রিকেটের জন্য ভালো না। আমি এগুলো বলছি কারণ আমি পাকিস্তান ক্রিকেটের কালো অধ্যায়টা দেখেছি। সেই রকমটা আর দেখতে চাই না। আমির ফিরে এসেছে। এখন তার বর্তমান পারফর্মেন্স নিয়েই আমাদের আলোচনা করা উচিত।’
আরআর/আএইচএস/আরআইপি