না.গঞ্জে বিনা নোটিশে দুইটি পোশাক কারখানা বন্ধ


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১২ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাবোর ফিউচার ক্লথিং লিমিটেড ও শহরের জামতলাস্থ ইউনিয়ন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। দুইটি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করে বিনা নোটিশে বন্ধ করে দেয়ায় এ অসন্তোষ দেখা দেয়।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে কারখানা দুইটির কয়েকশ শ্রমিক বিক্ষোভ সমাবেশ করে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবি জানায়।

ফিউচার ক্লথিং লিমিটেডের শ্রমিকরা জানায়, প্রায় ২২০ জন শ্রমিক এ প্রতিষ্ঠানে কাজ করতো। প্রতিষ্ঠানের মালিক শাহজাহান, দেলোয়ার হোসেন ও ভবন মালিক মাহাবুব আলমের যোগসাজসে কারখানা বন্ধ করে দিয়েছে। কিন্তু শ্রমিকদের কোনো বেতন পরিশোধ করা হয়নি। এমনকি কোনো নোটিশও দেয়া হয়নি। তারা রাতের আঁধারে কারখানা বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে, জামতলার ইউনিয়ন অ্যাপারেলস লিমিটেড আশুলিয়া নিয়ে যাওয়ার জন্য মালিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। মালিকপক্ষ কোনো নোটিশ দেয়নি। শ্রমিকদের বেতনও পরিশোধ করেনি। এ প্রতিষ্ঠানে সাড়ে ৩০০ শ্রমিক কর্মরত আছেন।

চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবু নাইম ইকবাল, জাহাঙ্গীর আলম গোলক ও সেলিম মাহামুদ প্রমুখ।

শাহাদৎ হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।