টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০তম ম্যাচে রোববার আফগানিস্তানের মোকাবেলা করছে দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে হেরে চাপে রয়েছে দুই দলই। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে লড়াই করে পরাজিত হয়। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল সংগ্রহ করেও হেরেছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা : ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স , ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ডেভিড ওয়াইস, কেইল অ্যাবট, কাগিসো রাবাদা, ইমরান তাহির।
আফগানিস্তান : মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), নুর আলি জরদান, আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবাদ্দিন নাইব, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জরদান, দৌলত জরদান, রশিদ খান, সাপুর জরদান ও আমির হামজা।
আরটি/একে/এবিএস