সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০১ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০১ মার্চ ২০২৪

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ

দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মতবিরোধ থাকলেও রাষ্ট্রীয় প্রোটোকল মেনে মোদীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়

ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ালো ভারত

লোকসভা নির্বাচন ঘোষণার আগে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ালো ভারত। এতে বড় ধাক্কা খেলেন ক্ষুদ্র খাবার ব্যবসায়ী ও ছোট গাড়ির মালিকরা। পরোক্ষভাবে টান পড়বে সাধারণ মানুষের পকেটেও।

ভারতে রেস্তোরাঁয় বিস্ফোরণ, আহত ৪

ভারতের বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে (ছোট রেস্তোরাঁ) বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) দুপুর ১টা নাগাদ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরানে সংসদ নির্বাচন: চলছে ভোটগ্রহণ

ইরানে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শুক্রবার (১ মার্চ) সকাল আটটার দিকে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি তেহরানের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।

দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী

ভারতের লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে চলতি বছরের এপ্রিলে। সেই নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। এবার এর মধ্যেই দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১ মার্চ) থেকেই শুরু হচ্ছে তার সফর।

ভারতের সঙ্গে অন অ্যারাইভাল ভিসা চালু হোক: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের হাই-কমিশনারের কাছে আমরা ভিসা সরলীকরণের বিষয়ে একটা প্রস্তাব রেখেছি। ভারতের সঙ্গে সম্পর্কের উষ্ণতা আরও বাড়বে, যদি আমরা অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাই। সে ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে।

২৫ হাজারের বেশি নারী-শিশুকে হত্যা করেছে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৫ হাজারেরও বেশি নারী-শিশুকে হত্যা করেছে ইসরায়েল। বৃৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মার্কিন হাউজ আর্মড সার্ভিসেস কমিটির শুনানির সময় তিনি এ তথ্য জানান।

গুগলের বিরুদ্ধে ১৩ দেশের ৩২ মিডিয়া গ্রুপের মামলা

বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে ২৩০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ইউরোপের ১৩টি দেশের ৩২টি মিডিয়া গ্রুপ। গুগলের কারণে ডিজিটাল বিজ্ঞাপন খাতে ব্যাপকভাবে ক্ষতির শিকার হতে হচ্ছে- এমন অভিযোগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদালতে এ মামলা করা হয়।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।