ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ২৫ জানুয়ারি ২০২৫
ছবি সংগৃহীত

ভারতের কর্ণাটকে ২৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাজ্যের রামামূর্তির কালকেরে লেকের কাছে তার মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকা হিসাবে কাজ করতেন। শুক্রবার সকালে একটি নির্জন এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী বিবিএমপির একজন আবর্জনা পরিস্কার কর্মী। স্বামী এবং তিন সন্তানকে নিয়ে শহরেই থাকতেন তিনি।

এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, নিহত ওই বাংলাদেশি নাগরিক ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছেন।

বৃহস্পতিবার ওই নারী তার এক সহকর্মীকে জানিয়েছিলেন যে, তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং দেরি হতে পারে। সে কারণে তার সহকর্মী তাকে ছাড়াই চলে গিয়েছিলেন। সে বাড়ি ফিরে না আসায় তার স্বামী বৃহস্পতিবার রামামূর্তি নগর থানায় অভিযোগ দায়ের করেন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।