নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ অবিস্মরণীয় হয়ে থাকবে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৭ জুন ২০২১

নারী উদ্যোক্তাদের সংগঠন উই আয়োজিত ‘এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস’র সর্বশেষ পর্ব ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৬ জুন ভার্চুয়ালি এ মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গেস্ট অব অনার ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দৌরাইস্বামী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দা মুনা তাসনীম, সিল্কক গ্লোবালের সিইও এবং উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু, এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী ও পরিচালক সাবরিনা হোসাইন, আর আর গ্রুপের ডিরেক্টর তাসফিকুল খান, উইয়ের উপদেষ্টা কবির সাকিব।

আয়োজনে স্বাগত বক্তব্য দেন উইয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা।

প্রধান অতিথি বলেন, ‘আমাদের সরকার উদ্যোক্তাবান্ধব। নারী উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ অবিস্মরণীয় হয়ে থাকবে। এ আয়োজন দেশের জন্য আলোচিত ঘটনা, খুবই দারুণ। আপনারা ভবিষ্যতেও সরকারের সব সহযোগিতা পাবেন।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘মাস্টারক্লাসকে ডিপ্লোমা কারিকুলামের আওতায় আনার বিষয়ে এবং অনলাইনে চলমান এ মাস্টারক্লাস একটি সুন্দর ফরমেটে শুরু করা যেতে পারে।’

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম মাত্র ২-৩ বছরে বিশাল আকার ধারণ করেছে। একটি সুশৃঙ্খল প্লাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। অত্যন্ত সাফল্যের সাথে মাস্টারক্লাস সিজন-১ শেষ করতে যাচ্ছে। আগামী জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সিজন-২। এ শুভযাত্রা আসলে শেষ নয়, নতুন একটি শুরু। যারা ৮টি মাস্টারক্লাস করেছেন; তাদের একটি লেটার অব অ্যাপ্রিসিয়েশন দেওয়া হবে। যারা ১২টি ক্লাস সম্পন্ন করেছেন; তাদেরও একটি সার্টিফিকেট দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘৬৪ জেলায় মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্রেইন চাইল্ড শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে মাস্টারক্লাসগুলোকে জেলা পর্যায়ের ইনস্টিটিউটগুলোর কারিকুলামের অন্তর্ভুক্ত করতে পারি।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারত সরকার বাংলাদেশের নারীদের এ অগ্রযাত্রায় ভীষণ আনন্দিত।’

তার সঙ্গে সহমত পোষণ করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনীম বলেন, ‘আমরা নারীরা সব পারি। আগামীর বাংলাদেশে আপনারা একেকজন বড় সম্পদ।’

মাস্টারক্লাসের ফাউন্ডার সৌম্য বসু বলেন, ‘যা শিখিয়েছি; তা নিজেদের ডেইলি লাইফে, বিজনেসে অ্যাপ্লাই করে উপকৃত হতে পারেন, এটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট।’

নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমরা সফলভাবে এ আয়োজন কোনোভাবেই সম্পন্ন করতে পারতাম না, যদি সরকারের শীর্ষব্যক্তিরা আমাদের পাশে না থাকতেন। উদ্যোক্তা হিসেবে এতকিছু আমাদের বড় প্রাপ্তি। আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে কাজের শক্তি আরও বেড়ে গেল।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।