জগন্নাথে চলছে দুই দিনব্যাপী ক্যারিয়ার মেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’ চলছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে (মঙ্গলবার) ক্যারিয়ার বিষয়ক তিনটি সেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭২১ নম্বর কক্ষে মঙ্গলবার সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন। বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

প্রথম দিনের আয়োজনে মোট তিনটি সেশন হয়েছে। সেশনগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উপস্থাপন এবং চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে বক্তারা আলোচনা করেন।

সেমিনারে 'বৈশ্বিক পেশাগত সুযোগ' বিষয়ক সেশনে বক্তব্য রাখেন আইডিপি বাংলাদেশ লিমিটেডের বিক্রয় ও অপারেশন বিভাগের প্রধান আনোয়ার হোসাইন; ‌‌'ক্র্যাকিং কর্পোরেট কোড' বিষয়ক দ্বিতীয় সেশনের বক্তা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এসকে আলমগীর হোসেন; তৃতীয় সেশনে 'সিভি মেকিং' বিষয়ে আলোচনা করেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ মো. জামিল রওশন।

প্রসঙ্গত, এ মেলার মাধ্যমে দ্বিতীয় দিনের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা চল্লিশের অধিক শীর্ষস্থানীয় কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে প্রায় দুই শতাধিক চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ লাভ করতে পারবেন।

আরএএস/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।