স্ত্রীসহ হাছান মাহমুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা, ২১ হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৩ জুন ২০২৫
ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমা/ফাইল ছবি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ৮৫ লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য দুদকের আবেদনে বলা হয়, হাছান মাহমুদ ও তার স্ত্রী ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিক হয়েছেন এবং তা ভোগদখলে রেখেছেন।

এতে আরও বলা হয়, তাদের এসব অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর, দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ ও জব্দ করা প্রয়োজন। পাশাপাশি, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআইএন/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।