ঢাকা ওয়াসাকে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ এএম, ২৪ জুন ২০২৫

বিশুদ্ধ পানি সরবরাহে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষকে (ওয়াসা) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দূষণ রোধে এবং বিশুদ্ধ পানি সরবরাহে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) ও সচিবকে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৩ জুন) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রুলসহ এই আদেশ দেন।

আদালতে এদিন রিটের পক্ষে আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে এমন পোকামাকড় এবং কৃমিযুক্ত পানি সরবরাহে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং পানি দূষণের তাৎক্ষণিক সমাধান করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ), সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ঢাকা ওয়াসার পানির দূষণ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে ঢাকা ওয়াসার সরবরাহ করা পানির দূষণ রোধ এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।