সাবেক এমপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি নূর মোহাম্মদ/ফাইল ছবি

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ এবং তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, নূর মোহাম্মদ ও সাইফুল ইসলামসহ তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আছে। এ নিয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান চলাকালে তারা দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অভিযোগের সুষ্ঠু ও যথাযথ অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্টদের বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এমডিএএ/একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।