এবার মেহেরপুরের দুই চেয়ারম্যানের বরখাস্তাদেশ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৫ এপ্রিল ২০১৭

মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাদের বহিষ্কারের আদেশ কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সরকারের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী।

০২ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনকে বরখাস্ত করা হয়।

তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় মুজিবনগর থানায় চার্জশিট গৃহীত হওয়ায় বরখাস্ত করা হয়। পরে এই বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তারা। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ বরখাস্তের আদেশ স্থগিত করেন।

এফএইচ/এমআরএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।