পূর্ণাঙ্গ রায় পড়ে মন্তব্য করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ২০ আগস্ট ২০১৭

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় পড়ে মন্তব্য করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার দুপুর পৌনে ২টার দিকে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে চিন্তা-ভাবনা ও সার্বিকভাবে পুরো রায় পড়ে মতামত দেয়া উচিত। এ বিষয়ে আমাদের আরও সহনশীল হওয়া উচিত।

রিভিউ আবেদনের বিষয়ে মাহবুবে আলম বলেন, আমরা এখনো সার্টিফায়েড রায়ের কপি হাতে পায়নি।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।