করোনাভাইরাস ছড়ানো নিয়ে ভুল তথ্য প্রত্যাহার ও বন্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৮ মার্চ ২০২০

গৃহপালিত, গবাদি পশু কিংবা পোষা প্রাণীর মাধ্যমে করোনাভাইরাস ছড়ানো সংক্রান্ত মিথ্যা ও ভ্রান্তিকর তথ্য প্রচারণা প্রত্যাহার ও বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, প্রাণী সম্পদ অধিদফতরের মহাপরিচালক, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, আইইডিসিআরের পরিচালক এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ নোটিশ দেয়া হয়।

বুধবার রেজিস্ট্রি ডাকযোগে মানবাধিকার সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাকিবুল হক এমিলের পক্ষে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এই নোটিশ পাঠান। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী শিহাব উদ্দিন খান।

নোটিশে বলা হয়েছে, সমগ্র পৃথিবী এখন কোভিড-১৯ ভাইরাসের সংক্রেমণ এবং প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে। দেশের মানুষ যখন নানা ধরনের জল্পনা-কল্পনার মধ্যে আছেন, তখন বেশকিছু গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকাই প্রধান। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে- সরকারি, বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান কোভিড-১৯ ভাইরাস সংক্রেমণ এবং প্রতিরোধের ধাপগুলোয় কিছু অবৈজ্ঞানিক, অপ্রমাণিত এবং মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। যেমন- কোভিড-১৯ কিভাবে ছড়ায় বলে একটি পয়েন্টে বলা হচেছ, ‘গৃহপালিত পশু-পাখি এবং গবাদি পশুর মাধ্যমে। অপরদিকে- তথ্য অধিদফতর কর্তৃক গত ৮ মার্চ প্রকাশিত এক বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়- পোষা প্রাণীর সংস্পর্শ পরিহার করতে হবে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব প্রাণি স্বাস্থ্য সংস্থা এবং CDC এর মতো আন্তর্জাতিক সূত্রগুলো এসব বিষয় পরিষ্কারভাবে নাকচ করেছে।’

‘কোভিড-১৯ কোনো পোষা বা গবাদি প্রাণী থেকে ছড়ায় বা ছড়িয়েছে এই বিষয়ে কোন প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কোভিড-১৯ থেকে প্রতিরোধের উপায়ে একটি পয়েন্টে বলা হচ্ছে, অসুস্থ পশুর সংস্পর্শ পরিহার করুন। অথচ প্রতিরোধের এই অংশটি উল্লেখ করার আগে আরও কিছু বাক্য সংযোজন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’

বাংলাদেশের গ্রামগুলোতে এমন কোনো পরিবার নেই, যেখানে গবাদি পশু নেই। কিন্তু কিছু কিছু সংস্থার অসম্পূর্ণ তথ্যের ফলে প্রতিটি পরিবার তার গবাদি প্রাণী নিয়ে আতঙ্কে থাকবে। তাই এসব বিষয়ে উপযুক্ত ব্যাখ্যাসহ সুনির্দিষ্ট তথ্য প্রচার এবং ভুল তথ্য প্রত্যাহার ও প্রচার বন্ধ করতে নোটিশে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এফএইচ/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।