প্রিজন ভ্যানে আসামিকে আদালতে না নেয়ার নির্দেশ
জামিন শুনানির জন্য দেশের কারাগারগুলো থেকে প্রিজন ভ্যানে করে কোনো আসামিকে আদালতে না নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে জনস্বার্থে সব জেলা জজের প্রতি বৃহস্পতিবার (১৯ মার্চ) এ নির্দেশনা দেন তিনি।
প্রধান বিচারপতি তার নির্দেশনায় বলেন, ‘আসামিদের জামিন শুনানির জন্য কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতে আনার দরকার নেই।’
হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের জামিন বা জবানবন্দি শুনানির ক্ষেত্রে এই নির্দেশনা।
এফএইচ/জেডএ/পিআর