করোনা সচেতনতায় অ্যাডভোকেট হেলালের প্রশংসনীয় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০১ এপ্রিল ২০২০

বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজির হাট উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে বয়স্কদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন।এছাড়াও তিনি মসজিদ ও বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জীবাণুনাশক ঔষধ ছিটাচ্ছেন।

মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু করেছেন তিনি।বুধবারও বিভিন্ন এলাকায় একই কার্যক্রম পরিচালনা করছেন তিনি।এছাড়াও বৃহস্পতিবার এই তিন উপজেলায় চাল, ডাল, আলু পেঁয়াজ বিতরণ করবেন বলে জানিয়েছেন এম হেলাল উদ্দিন।

তার পক্ষে এই কার্যক্রম পরিচালনা করছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

এ বিষয় এ্যাডভোকেট এম হেলাল উদ্দীন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজির হাট উপজেলায় বয়স্কদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করছি।এছাড়াও বৃহস্পতিবার থেকে তিন উপজেলায় চাল,ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করবো।

জেএ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।