করোনা : আইনজীবীদের বিনা সুদে ঋণ দেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সদস্যদের ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে (সুপ্রিম কোর্ট বার) আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন)।

আইনজীবীদের মধ্যে যারা এই ঋণ সুবিধা নিতে চান তাদের সরাসরি বা ই-মেইলের মাধ্যমে আগামী ২৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলেছে সুপ্রিম কোর্ট বার।

সুপ্রিম কোর্ট বারে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের আইনজীবী সদস্যদের ২৫ এপ্রিলের মধ্যে এ ঋণের জন্য আবেদন করতে হবে। সরাসরি কিংবা ই-মেইলের মাধ্যমে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এছাড়া সমিতির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

এর আগে ১৩ এপ্রিল করোনা প্রাদুর্ভাবে আদালত বন্ধ থাকায় এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আইনমন্ত্রীকে একটি চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, করোনাজনিত কারণে দেশের বিদ্যমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় বিজ্ঞ আইনজীবীরা পেশা পরিচালনা করতে না পারায় কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছেন।

‘আইনজীবীরা কোর্ট ফি দেয়ার মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞ আইনজীবীরা কঠিন অবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অন্য আইনজীবী সমিতির সদস্যদের কল্যাণার্থে সরকারের তহবিল থেকে ৬০ কোটি টাকা বরাদ্দ দেয়ার জন্য আপনার (আইনমন্ত্রী) মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করা যাচ্ছে।’

এফএইচ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।