বিনা সুদে আইনজীবীদের ঋণ দিতে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ৩০ এপ্রিল ২০২০

আইনজীবীদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা অথবা আইনজীবী পরিবার সহায়তা ফান্ড থেকে আর্থিক সহায়তা প্রদানের জন্য অতি দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ বার কাউন্সিল ও স্থানীয় আইনজীবী সমিতির প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী নজীব উল্লাহ হিরু।

বুধবার (২৯ এপ্রিল) রাতে তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে এ অনুরোধ জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘দেশের সকল আইনজীবী সমিতি ও সচ্ছল বিজ্ঞ আইনজীবী বন্ধুদের প্রতি আইনজীবী অভিভাবকের সবিনয় আবেদন। বর্তমান মহামারিতে সারা বিশ্ব বিপর্যস্ত। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এর বাইরে নয়। সরকার দিন মজুর, হত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। এমন অনেকেই আছেন যাদের আর্থিক অবস্থা ভালো নয়, কিন্তু সামাজিক মর্যাদার কারণে নিজের আর্থিক অবস্থা কাউকে জানাতে পারছেন না এবং মানুষের কাছে সহায়তাও চাইতে পারছেন না, তাদের অবস্থা খুবই শোচনীয়। আমি একজন আইনজীবী হয়ে জানি, অনেক আইনজীবী বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড আর্থিক সমস্যায় পতিত। আমি এর আগেও আপনাদের আহ্বান করেছিলাম, এখনও সবিনয়ে অনুরোধ করছি, এই দুর্যোগের সময় সমস্যাগ্রস্ত বিজ্ঞ আইনজীবী বন্ধুদের জন্য উপকারী তহবিল (Benevolent Fund) থেকে বিনা সুদে ঋণের ব্যবস্থা অথবা আইনজীবী পরিবার সহায়তা ফান্ড হতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ বার কাউন্সিল ও স্থানীয় আইনজীবী সমিতি অতি দ্রুত ব্যবস্থা নিন।’

তিনি লেখেন, ‘এছাড়া এই দুর্যোগে ঢাকাসহ সকল জেলা পর্যায়ের আইনজীবী সমিতিকে আরও অনুরোধ করছি, আপনার সমিতির সচ্ছল বিজ্ঞ আইনজীবী বন্ধুদের নিকট থেকে অনুদান সংগ্রহ করে অতি দ্রুত একটি জরুরি সহায়তা ফান্ড গঠন করে আর্থিকভাবে অসচ্ছল বিজ্ঞ আইনজীবী বন্ধুদের সহায়তা করুন।’

উল্লেখ্য, করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে কয়েকদফায় আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে কার্যত লকডাউনেই রয়েছে গোটা দেশ। আর আদালত বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন দেশের আইনজীবীরা।

জেএ/এফআর/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।