করোনাকালে উপজেলায় টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ১১ জুন ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত টিসিবির ১০ টাকা দামের চাল ও অন্যান্য পণ্য উপজেলা ও পৌর এলাকায় সাধারণ মানুষের জন্য চালু রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবি চেয়ারম্যানকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানিতে বৃহস্পতিবার (১১ জুন) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব নিজেই।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে আজ মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোহাম্মদ কাউছার। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

এর আগে গত ৩ জুন সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে টিসিবির পণ্য বিক্রি সীমাবদ্ধ না রেখে উপজেলা পর্যায়ে বিক্রির ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সচিব ও টিসিবি চেয়ারম্যানকে ৭ দিনের মধ্যে ওই নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছিল। সে আদেশের ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য আগামী ১৮ জুন পর্যন্ত বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিষয়টির পুনরায় শুনানিকালে রিটকারী আইনজীবীর আর্জির পরিপ্রেক্ষিতে করোনা শেষ না যাওয়া পর্যন্ত বিক্রি চলমান রাখতে আদেশ দিলেন হাইকোর্ট।

এর আগে জনস্বার্থে গত ১৬ মে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ই-মেইলের মাধ্যমে 'ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের' পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব রিটটি করেছিলেন।

রিটে বিবাদী করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) চেয়ারম্যানকে। তারও আগে ৩০ এপ্রিল এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার নির্ধারিত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় রিটটি দায়ের করেন আইনজীবী।

এফএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।