করোনায় প্রাণ হারালেন অ্যাডভোকেট মোস্তাফিজুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৩ জুন ২০২০

ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (৪৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সকাল ৬টা ১০ মিনিটে সাভারের আশুলিয়ার মির্জানগরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির লাইব্রেরি সম্পাদক আতাউর রহমান খান রুকু। তিনি বলেন, মোস্তাফিজুর রহমান অত্যন্ত বিনয়ী কর্মনিষ্ঠবান ব্যক্তি ছিলেন। তিনি সিভিল মামলা প্র্যাকটিস করতেন। মরহুম মোস্তাফিজুর রহমানে আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আল-আমিন উনাকে জান্নাতবাসী করুন।

অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সহকর্মী ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ তরিক উল্যাহ বলেন, মোস্তাফিজুর রহমান আজ সকাল ৬টা ১০ মিনিটের দিকে করোনায় আক্রান্ত হয়ে সাভারের আশুলিয়া থানার মির্জানগরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুম মোস্তাফিজুর রহমানে আত্মার মাগফেরাত কামনা করছি।

জেএ/এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।