বিচার বিভাগের করোনাক্রান্ত কর্মকর্তাদের তথ্য চান হাইকোর্ট
করোনাভাইরাসে আক্রান্ত অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়েছেন হাইকোর্ট প্রশাসন।
রোববার (১৪ জুন) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।
‘করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের তথ্য বিবরণী প্রেরণ প্রসঙ্গে’ শীর্ষক স্মারকে বলা হয়- উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হলে অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের তথ্য বিবরণী এক নম্বর ছক মোতাবেক এবং সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের তথ্য বিবরণী দুই নম্বর ছক মোতাবেক মেইলযোগে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
সকল জেলা জজ, মহানগর দায়রা জজ, সকল বিভাগীয় স্পেশাল জজ/স্পেশাল জজসহ সংশ্লিষ্ট দফতরে এ স্মারকের অনুলিপি পাঠানো হয়।
এফএইচ/এমএফ/এমএস