৬ হাসপাতালে করোনার চিকিৎসা পাবেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৯ জুন ২০২০

রাজধানীর ছয়টি হাসপাতালে ঢাকা আইনজীবী সমিতির ২৫ হাজারেরও বেশি সদস্য ও তাদের পরিবারকে করোনার চিকিৎসাসেবার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান ঢাকা বারের আবেদনের প্রেক্ষিতে চিকিৎসাসেবা দিতে একটি আদেশ জারি করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা আইনজীবী সমিতির দফতর সম্পাদক এইচ এম মাসুম।

এর আগে গত ২১ জুন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদন করেন।

আবেদনে বলা হয়, ঢাকা আইনজীবী সমিতি এশিয়ার বৃহত্তম বার। যার বর্তমান সদস্য সংখ্যা ২৫ হাজারেরও বেশি। বর্তমান করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে সমিতির অনেক সদস্য ও তাদের পরিবার করোনায় আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে সমিতির বেশ কয়েকজন সদস্য চিকিৎসা না পেয়ে মারা গেছেন। এ পরিস্থিতিতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, উত্তরার ইস্ট-ওয়েস্ট হাসপাতাল, শমরিতা হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং বারডেম জেনারেল হাসপাতালে ঢাকা বারের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা যাতে চিকিৎসার সুযোগ পায় সে মর্মে নির্দেশনা কামনা করছি।

জেএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।