নিয়মিত কোর্ট খুলে দেয়ার দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৯ জুলাই ২০২০

ঈদের পর নিয়মিত কোর্ট খুলতে সুপ্রিম কোর্ট প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বরাবর আবেদন করেছেন আইনজীবীরা।

বুধবার (২৯ জুলাই) সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে ২০১৫ সালে সনদপ্রাপ্ত ৯২ আইনজীবী এই আবেদন করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী এএম জামিউল হক ফয়সাল।

আবেদনে বলা হয়, করোনা নামক মহামারিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রশাসন কর্তৃক প্রণীত ভার্চুয়াল কোর্টকে আমরা সার্বিক বিবেচনায় স্বাগত জানিয়ে কয়েকটি মাস পার করে দিয়েছি। নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট প্রশাসন কর্তৃক গৃহীত অনেক রকম প্রহসনমূলক সিদ্ধান্তকেও আমরা সাদরে মাথা পেতে নিয়েছি। দেশের সকল পেশার মানুষ যখন জীবিকা নির্বাহের জন্য নিজ নিজ কর্মজীবনে নেমে পরেছে অনেক আগে, ঠিক তখন আমরা আইনজীবীরা ঘরে বসে নিজেদের তিলে তিলে গড়ে তোলা পেশাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি।

তারা বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে, আপনারা ঈদের ছুটির পর নিয়মিত আদালত খুলে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নিমিত্তে এগিয়ে আসুন। প্রয়োজন হলে একটি সভা করে এই মর্মে রেজুলেশন অনুমোদন করুন যে, নিয়মিত আদালত খুলে না দেয়া হলে ঈদ-উল-আজহার ছুটির পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সকল আইনজীবী আদালত বর্জন করবে এবং সেই রেজুলেশনের একটি কপি দরখাস্তের সাথে প্রধান বিচারপতি বরাবর বার থেকে জমা দিন।

আবেদনে আরও বলা হয়, আমাদের প্রস্তাবিত পথেই সমাধানে আসতে হবে, আমাদের দাবি তা নয়। আমাদের দাবি হলো ইদের পর নিয়মিত আদালত খুলে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অনতিবিলম্বে নিন।

এফএইচ/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।