মুন্সীবাজার ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৯ জুলাই ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জের মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক মিয়াকে সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে আদেশে দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাকে বরখাস্ত করে দেয়া আদেশ কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক মিয়ার করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সরকারি সম্পদ বিনষ্ট ও আত্মসাতের অভিযোগে গত ১১ জুলাই মো. সাদেক মিয়াকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ আদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

এফএইচ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।