এরদোয়ানের নৈশভোজে প্রধান বিচারপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ এএম, ২৮ এপ্রিল ২০২২

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের নিমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার (২৭ এপ্রিল) রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ব্যারিস্টার সাইফুর রহমান জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাঁচদিনের সফরে গত ২৩ এপ্রিল তুরস্কের উদ্দেশ্যে রওনা করেন। সফরকালে তিনি তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ অনুষ্ঠানের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের আমন্ত্রণে তার সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন। এ নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বিচারপতিরা অংশ নেন।

jagonews24

সফর শেষে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতির দেশের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে।

গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০১ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি হন তিনি।

এফএইচ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।