গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

পুনঃতফসিল না দিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটে গত ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশনের পাঠানো চিঠির বৈধতা চ্যালেঞ্জ ও এর কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল জারিরও আর্জি জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, গাইবান্ধার ডিসি, জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদে বলা হয়েছে আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এটি না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আবারও তফসিল ঘোষণা করতে হবে। অথচ এখানে পুনরায় তফসিল ঘোষণা না করে নির্বাচন কমিশন ২৬ ডিসেম্বর একটি পত্র দিয়ে আগামী ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যা সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। এটি আরপিও ১৯৭২ এর লঙ্ঘন বলেও জানান তিনি।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ: সিইসি

রিটের বিষয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটে। পরে নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ ঘোষণা করে।

এফএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।