কোকোর মৃত্যুবার্ষিকীতে সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকীতে সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাদ আসর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত দোয়া মাহফিলে কয়েকশো আইনজীবী অংশ নেন এবং মরহুমের রুহের শান্তি কামনা করেন।

দোয়া অনুষ্ঠানে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, আইনজীবী ফোরামের কমিটির মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মোর্শেদ আল মামুন লিটন, আইনজীবী কামরুজ্জামান মামুন, সুপ্রিম কোর্ট বারের ট্রেজারার মো. কামাল হোসেন, সহ-সম্পাদক মো. মাহবুবুর রহমান খান।

এছাড়াও ছিলেন সগীর হোসেন লিওন, শফিউল আলম মাহমুদ, মাহমুদ হাসান, মনিরুজ্জামান আসাদ, জহিরুল ইসলাম সুমন, মাহফুজুর রহমান মিলন, সৈয়দ মো. তাজরুল হোসেন, আবদুল্লাহ আল মাহবুব, শহিদুল ইসলাম সপু, গাজী তৌহিদুল ইসলাম, ইমাম হোসেন, মো. আবুল খায়ের খান, কে আর খান পাঠান, মো. মাকসুদ উল্লাহ, জুলফিকার আলম শিমুল, রুকুনুজ্জামান সুজা, এ কে এম খলিলুল্লাহ কাসেম, ফয়সাল সিদ্দিকী, গোলাম মুক্তাদির উজ্জ্বল, নজরুল ইসলাম ছোটন, কাজী রহমান মানিক ও মু. কাইয়ুম প্রমুখ।

এফএইচ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।