আইনজীবী সহকারী সমিতির সভাপতি নুর, সম্পাদক খোরশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৩-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ নুর মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৩-২০২৭ মেয়াদে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ফরিদ আহম্মেদ এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশের সব জেলা শাখা এবং আঞ্চলিক শাখার কাউন্সিলররা ভোট দেন।

পরে ওই দিন (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরদিন (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ভোট গণনা চলে। এরপর আজ (৬ ফেব্রুয়ারি) ভোট গণনার আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫০টি পদে ভোট অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে মোহাম্মদ নুর মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে মো. আবদুল হালিম, মো. নূরুন নবী, উত্তম কুমার সরকার, অরুণ কান্তি আইচ। সহ-সভাপতি পদে মো. আবদুস সাত্তার, মো. আতিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, ফেরদৌস আলম ফারুক নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ও মো. মিজানুর রহমান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক, মো. কবির হোসেন, মো. মোরশেদ আলম খান, মো. মজিব উল্লা সেলিম নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মুন্সি, মো. সোহরাব হোসেন, মোহাম্মদ এমরান হোসেন, মো. নুরুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুর রশিদ, মো. আক্তার হোসেন নির্বাচিত হন।

অর্থ-সম্পাদক পদে মিহির চন্দ্র, যুগ্ম অর্থ সম্পাদক পদে মো. কামাল ভূঁইয়া, সহ-অর্থ সম্পাদক পদে মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম, যুগ্ম- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. আহসান হাবিব, সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

প্রচার সম্পাদক পদে মো. সাইফ উদ্দিন ভূঁইয়া সৌরভ, যুগ্ম প্রচার সম্পাদক পদে মো. রিপন উদ্দিন সরদার, সহ-প্রচার সম্পাদক পদে আবদুর রহিম হাওলাদার নির্বাচিত হন।

দপ্তর সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক পদে মো. হেদায়তে উল্লা, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন, যুগ্ম ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. কামাল হোসেন পারভেজ, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে মো. সামছুদ্দিন, মো. ইয়াসিন, মো. মোজাম্মেল হক, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ ফারুক হোসেন, আবদুল কাদের, মো. ইয়াছিন পাটোয়ারী, মো. হাচান মিয়াজি, মো. নুরুল ইসলাম ও মো. মোছলে উদ্দিন নির্বাচিত হন।

এফএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।