ক্রিকেট খেললেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৪ শুরু হয়েছে। এতে প্রথম দিনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ব্যাট-বল নিয়ে মাঠে নেমে চার-ছক্কা হাঁকালেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খেলার উদ্বোধনী দিনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিরা পৃথক দুটি দলে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন। খেলা উপভোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আগত দর্শকরা। খেলায় অংশগ্রহণকারী দলগুলোকে আইনের ভাষায় নামকরণ করা হয়েছে। ক্রিকেট টুর্নামেন্টে এবার মোট ২৭টি দল অংশ নিচ্ছে।

প্রথম দিনের ম্যাচে ডিভাইন জাস্টিস দলের নেতৃত্ব দেন বিচারপতি মামনুন রহমান। অন্যদিকে ন্যাচারাল জাস্টিস দলে নেতৃত্ব দেন বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার।

খেলায় অংশ নেন বিচারপতি শেখ হসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মো. বদরুজ্জামান, বিচারপতি ভীষ্মদার চক্রবর্তী, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি আলী রেজা, বিচারপতি মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি একেএম রবিউল হাসান।

বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি আহমেদ সোহেল খেলার মাঠে উপস্থিত থেকে সহকর্মী বিচারপতিদের উৎসাহ দিয়েছেন।

এর আগে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন আপিল বিভাগের বিচারপতি এম.ইনায়েতুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, বার সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল, জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার রমজান আলী শিকদারসহ অন্যান্য আইনজীবীরা।

এফএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।