বিএনপি নেতা তাবিথ আউয়ালের আগাম জামিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪

নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়ালসহ পাঁচজনের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করার জন্য বলেছেন আদালত।

জামিনপ্রাপ্ত অন্যান্যরা হলেন- তেজগাওঁ শিল্পাঞ্চল থানার আহ্বায়ক মাহমুদুল আলম মিন্টু, যুগ্ম আহ্বায়ক গোলাম নবী রিপন, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ২৪নম্বর ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মিয়া।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এএম এহসানুর রহমান। জানা গেছে, তাবিথ আউয়ালের ৫টি মামলায় জামিন আবেদন করা হয়েছিল।

এফএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।