মুক্তিতে বাধা নেই বিএনপি নেতা স্বপনের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

সবশেষ তিন মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এতে স্বপনের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) তার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

এর আগে ৩০ জানুয়ারি জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট।

গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির। এসময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এরপর গত বছরের ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সহিংসতার অভিযোগে রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগের মামলাসহ রমনা থানায় দুটি এবং পল্টন থানায় পাঁচটিসহ মোট সাতটি মামলা করা হয় তার বিরুদ্ধে।

জেএ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।