বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিচারপতি আবু আহমেদ জমাদারের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিচারপতি।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তিনি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে স্থাপিত জাদুঘর পরিদর্শন করেন এবং শোক বইতে মন্তব্যসহ স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলম, নতুন সদস্য এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া, ট্রাইবুনালের রেজিষ্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ প্রমুখ।

এর আগে ২৭ ফেব্রুয়ারি বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নতুন চেয়ারম্যান করে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। আর বর্তমান চেয়ারম্যান বিচারপতি মো.শাহিনুর ইসলাম হাইকোর্ট বিভাগে ফেরত গেছেন। অপরদিকে নতুন সদস্য করা হয়েছে পিআরএল-এ থাকা ঢাকার জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়াকে।

এফএইচ/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।