ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন

ভোট পড়েছে ৪৬ শতাংশ, গণনা শুক্রবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনে দুদিনব্যাপী ভোগগ্রহণ শেষ হয়েছে। এবারের নির্বাচনে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী ভোটার হলেও ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯ হাজার ৬৯০ জন। এ হিসাবে দুদিনে ভোট পড়েছে ৪৫ দশমিক ৮৪ শতাংশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট দেন চার হাজার ২৩০ জন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে যথারীতি সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট দেন পাঁচ হাজার ৪৬০ জন।

তবে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলাকালে দুপুর ১২টার দিকে ভোটকেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের পরিবর্তে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শী আইনজীবীরা। পরে প্রধান নির্বাচন কমিশনার, বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকে বসেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৩টায় ফের ভোটগ্রহণ শুরু হয়।

ভোট পড়েছে ৪৬ শতাংশ, গণনা শুক্রবার

শুক্রবার (১ মার্চ) দুপুর থেকে ভোট গণনা শুরু হবে। এরপর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে।

ঢাকা আইনজীবী সমিতিতে ৩০ হাজার ১২১ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এবারের নির্বাচনে ২১ হাজার ১৩৭ জন আইনজীবীর ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল। নির্বাচনে জ্যেষ্ঠ আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। এছাড়া ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান হাওলাদার। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আনোয়ার শাহাদাত।

বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।

ভোট পড়েছে ৪৬ শতাংশ, গণনা শুক্রবার

সাদা প্যানেলের অন্য পদগুলোর মধ্যে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নীল প্যানেলে অন্য পদগুলোর মধ্যে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক, সহ-সভাপতি পদে সহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আবদুর রশীদ মোল্লা, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া নীল প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. আসিফ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, মো. সামসুজ্জামান, মোহাম্মাদ আলী, মুক্তা বেগম ও রেজাউল হক।

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে সবগুলোতে জয়লাভ করে। ওই নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ফলাফল প্রত্যাখ্যান করে ভোটে কারচুপির অভিযোগ তোলে।

এরও আগে ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের মধ্যে ১৭টি পদে জয় পায়। নীল প্যানেল দুটি সম্পাদকীয় পদসহ ৬টি পদে জয়লাভ করে।

জেএ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।